মিডিয়া কনভার্টার কি এবং এটা কি কাজে বেবহার হয় ?
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
মিডিয়া কনভার্টার Point-to-Point connection এর জন্য বেবহার করা হয় OLT এবং ONU point to multipoint connections জন্য বেবহার করা হয়।
ছোট যে ইলেকট্রিক বক্স টি দেখা যাচ্ছে এটির শর্ট ফর্ম MC, অর্থাৎ মিডিয়া কনভার্টার। অপটিক্যাল ফাইবার কানেকশন গুলোতে কিছু ক্ষেত্রে আমরা এ ধরনের MC ব্যবহার করে থাকি। এই ডিভাইসটির মাধ্যমে কিভাবে বুঝবেন আপনার ইন্টারনেট সংযোগটিতে কি ধরনের সমস্যা হচ্ছে।
যখন দেখবেন MC তে; ছয়টি ইন্ডিকেটর লাইটের মধ্যে চারটি ইন্ডিকেটর জ্বলছে এবং দুটি বন্ধ আছে। সে ক্ষেত্রে বুঝতে হবে আপনার অপটিকাল ফাইবার তার কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের সাপোর্ট নাম্বারে ফোন করে বিষয়টি অবহিত করবেন।
কিছু সময় দেখা যাবে, 6 টি ইন্ডিকেটর লাইট জ্বলছে তার পরেও আপনি ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না।
সে ক্ষেত্রে আপনাকে সরাসরি কম্পিউটারে কানেক্ট করে ডায়াল আপ করতে হবে ( ডায়াল আপ কিভাবে করবেন সংক্রান্ত একটি লেখা আগে দেওয়া হয়েছে ) ডায়াল আপ করার পরে যদি কানেকশনটি না আসে, সে ক্ষেত্রে একটি Error মেসেজ দেখাবে মেসেজটি আমাদের সাপোর্ট নাম্বারে ফোন করে জানাবেন।
কখনো আবার ছয়টি ইন্ডিকেটর এর মধ্যে দেখবেন তিনটি ইন্ডিকেটর জ্বলছে এবং তিনটি বন্ধ আছে। এ বিষয়টি শতভাগ নিশ্চিত করা যায়, আপনার ওয়াইফাই রাউটার টির সঙ্গে MC যে ক্যাট সিক্স এর মাধ্যমে কানেক্ট করা হয়েছে সেটি লুজ হয়ে আছে অথবা কেবল টি নষ্ট হতে পারে, এ ধরনের সমস্যা নিজে থেকেই সমাধান করা সম্ভব।