MySQL কি?
Share
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our ITSupportBD questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other IT people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
MySQL হলো ওপেন সোর্স রিলেশনাল ডাটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম (RDBMS – Relational Database Management System)। যা Structured Query Language (SQL) ব্যবহার করে। এই My শব্দটি এসেছে এর co-founder এর মেয়ের নাম অনুসারে আর অপর শব্দটি হলো SQL যার মানে হলো Structured Query Language.। তাহলে সম্পূর্ণ শব্দটি দাড়ায় MySQL।
বর্তমান বিভিন্ন ওপেন সোর্স PHP application এই MySQL ব্যবহার করছে যেমন- WORDPRESS, JOOMLA, MAGENTO, Drupal ইত্যাদি।
এই MySQL প্রায় সব প্লাটফর্মই run হয় যেমন- Linux, UNIX and Windows। এটি আমরা বেশিরভাগ সময় web applications এর জন্য ব্যবহার করে থাকি। মানে web applications এর জন্য আমরা যে সকল ডাটা ব্যবহার করি তা যাতে একটা ডাটাবেজ সংরক্ষিত থাকে এবং পরবর্তীতে এই ডাটা আমরা ব্যবহার করতে পারি। যেমন- Facebook, Twitter and YouTube এ সকল Social Media গুলো MySQL ব্যবহার করে থাকে তাদের ডাটাগুলো ডাটাবেজে সংরক্ষন করার জন্য।
MySQL এর features সমূহ
১। MySQL এর মাধ্যমে আমরা আমাদের web applications বা অন্য কোন applications এর ডাটা যেমন সংরক্ষণ করতে পারি ঠিক তেমনি আমরা এই ডাটাও ডাটাবেজ থেকে আনতে পারি। আর এই ডাটাগুলো অনেকগুলো storage engines এ রাখা যায় যেমন- InnoDB, CSV, and NDB ইত্যাদি।
২। MySQL মূলত লিখা হয়েছে C and C++ দিয়ে এবং এই MySQL ডাটাবেজ আপনি বিভিন্ন প্লাটফর্মে এ ব্যবহার করতে পারবেন যেমন-Mac, Windows, Linux and Unix ইত্যাদি।
৩। MySQL ডাটাবেজ ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ ডাটা সংরক্ষণ করে পারবেন।
৪। MySQL বিভিন্ন রকমরে ডাটা টাইপ সাপোর্ট করে যেমন- signed or unsigned integers, Float, Double, Char, Varchar, Binary, Text, Blob, Date, Time, Datetime, Timestamp, Year, Set, Enum, Fixed and variable-length string types ইত্যাদি।
৫। MySQL সম্পূর্ণ ফ্রি। আপনি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন।