কম্পিউটার বিষয়ে ৫০০টি প্রশ্ন এবং এর উত্তর।
উত্তর: ডিফারেল ইঞ্জিন তৈরি করার মাধ্যমে চালর্স ব্যাবেজ কম্পিউটার তৈরির সুম্পষ্ট ধারণা দেন, তাই তাকে কম্পিউটারের জনক বলা হয়।
৪৩১। তথ্য প্রযুক্তি বলতে কী বুঝায়?
উত্তর: তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাছাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি।
৪৩২। বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কোন সালে প্রতিষ্ঠাতি হয় এবং কোন জেলায় অবস্থিত?
উত্তর: ১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা জেলায় অবস্থিত।
৪৩৩। পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?
উত্তর: লেডি এডা অগাস্টা
৪৩৪। কম্পিউটার স্মৃতি প্রধানত কত প্রকার?
উত্তর: দুই প্রকার। i)Primary Memory ii) Secondary Memory
৪৩৫। র্যাম কী?
উত্তর: মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে স্মৃতিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায়, সে স্মৃতিকে র্যাম স্মৃতি বলা হয়। এই স্মৃতি একটি অস্থায়ী স্মৃতি।
৪৩৬। রম কী?
উত্তর: প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় ও অধ্ধংসাত্বক। কম্পিউটার তৈরি করার সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিউটার বন্ধ করলেও এই স্মৃতিতে রক্ষিত কোন তথ্য মুছে যায় না। এটি একটি পঠন স্মৃতি।
৪৩৭। কম্পিউটারের স্মৃতি প্রধানত কয় প্রকার?
উত্তর: কম্পিউটারের স্মৃতি প্রধানত ২ প্রকার, যথা i) প্রধান বা প্রাইমারি মেমরি ও ii) সহায়ক বা সেকেন্ডারি মেমরি।
৪৩৮। ৫টি হার্ডওয়্যার যন্ত্রের নাম লেখ?
উত্তর: i)Mouse, ii) Keyboard, iii) Monitor, iv) Printer, v)Speaker
৪৩৯। প্রিন্টার কী?
উত্তর: প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
৪৪০।মনিটর কাকে বলে?
উত্তর: কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দা ব্যবহার করা হয়, তাকে মনিটর বলে।
৪৪১। কম্পিউটারের মুল অংশ গুলো কি কি?
উত্তর: i) input Unit ii)Output Unit iii)CPU Unit
৪৪২। Bios কী?
উত্তর: Basic input Output System এর সংক্ষিপ্ত রূপকেই Bios বলা হয়।এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।
৪৪৩। কয়েকটি কম্পিউটার এন্ট্রি ভাইরাস সফটওয়্যারের নাম লেখ?
উত্তর: Kaspersky, Avira, Avast, Norton ইত্যাদি।
৪৪৪। Scanner- এর কাজ কী?
উত্তর: Scanner এর মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা তথ্য কম্পিউটারে অবজেক্ট আকারে ইনপুট করা হয়।
৪৪৫। পেন ড্রাইভ এর কাজ কি?
উত্তর: তথ্য স্টোর করে রাখা।
৪৪৬। চারটি ইনপুট ডিভাইজের নাম লিখ?
উত্তর: i) Keyboard, ii) Mouse iii) Scanner iv) Joystick
৪৪৭। Anti-Virus সফটওয়্যারের কাজ কি?
উত্তর: Anti-Virus হল কম্পিউটারের ভাইরাস প্রতিশোধক। কম্পিউটারের প্রোগ্রামসমূহকে ভাইরাস মুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই এর কাজ। বর্তমানে এ জাতীয় অনেক প্রোগ্রাম পাওয়া যায়।
৪৩৮।Pen Drive কে I/O বলা হয় কেন?
উত্তর: পেন ড্রাইভ কম্পিউটারের একটি সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করা হয়। এর সাহায্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়, বিধায় এই সহায়ক মেমোরি একই সাথে ইনপুট ও আউটপুটের কাজ করে। এ কারণে পেন ড্রাইভকে I/O ডিভাইজ বলা হয়।
৪৪৯।OMR কী?
উত্তর: এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। বিশেষ ঙগজ শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে।
৪৫০।অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?
উত্তর: ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্র্রোগ্রাম বা অ্যাপ্লিকেশণ সফটওয়্যার বলা হয়।
৪৫১। অপারেটিং সিস্টেম কী?
উত্তর: অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্স সমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে।
৪৫২।কম্পিউটার সফটওয়্যার কী?
উত্তর: কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতকগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বা সফটওয়্যার বলে।
৪৫৩।হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী?
উত্তর: প্রাণ
৪৫৪। Shut Down কমান্ডের কাজ কী?
উত্তর: Windows Operating System হতে বের হওয়ার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।
৪৫৫। অপারেটিং সিস্টেমের কাজ কি?
উত্তর: Operating System কম্পিউটারের Hardware কে সচল করে এবং Hardware এবং Software এর মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে।
৪৫৬। হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী
উত্তর: প্রাণ
৪৫৭।বিট, বাইট কী?
উত্তর: বীট- বাইনারী নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০ (শুন্য) এবং ১ (এক) কে বিট বলে। বাইট- আট বিটে এক বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোন বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহৃকে প্রকাশ করা হয়ে থাকে।
৪৫৮।কত কিলোবাইটে ১ মেগাবাইট?
উত্তর: 1024 KB = 1MB
৪৫৯। সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি?
উত্তর: বাইনারি।
৪৬০। মাইক্রোসফট ডস কী?
উত্তর: ডস শব্দের অর্থ ডিস্ক অপারেটিং সিস্টেম। ইহা একটি বর্ণভিক্তিক অপারেটিং সিস্টেম।
৪৬১।DOS ও Windows কী?
উত্তর: ডস একটি বর্ণভিক্তিক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ একটি চিত্রভিক্তিক অপারেটিং সিস্টেম।
৪৬২। Windows কী?
উত্তর: উইন্ডোজ একটি চিত্র ভিক্তিক অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম চিত্রের আইকন উপর ক্লিক করে কাজ করা যায়।
৪৬৩। Windows XP কী?
উত্তর: কম্পিউটার পরিচালনার জন্য একটি সিস্টেম সফটওয়্যার।
৪৬৪।File শব্দের অর্থ কি বা ফাইল কাকে বলে?
উত্তর: যখন কোন ডকুমেন্ট কে কোন নাম দিয়ে তথ্য সংরক্ষণ করা হয়, তখন তাকে ফাইল বলে। ফাইলের দুইটি অংশ থাকে। অংশ দুইটিকে ডট(.) দ্বারা আলাদা করা হয়। অংশ দুইটির মধ্যে- ১) মুল অংশ (Main Part) যা আট অক্ষরের বেশি হবে না। এ অংশটি ডট (.) চিহেৃর আগে বসে। যেমন:- Command .com ২) বর্ধিত অংশ (Extention Part) যা তিনটি অক্ষরের বেশি হবে না। এ অংশটি ডট (.) চিহেৃর পরে বসে (যেমন- Command .com এক্সটেনশন অংশ দেখে ফাইলের ধরন বুঝা যায়। বিভিন্ন ধরনের এক্সটেনশন রয়েছে, যেমন- com, bat,ext,doc,xls,sys ইত্যাদি।
৪৬৫। Folder (ফোল্ডার) কী?
উত্তর: ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তাছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, একে সাব-ফোল্ডার বলে।
৪৬৬। ডাইরেক্টরি (Directory) কী?
উত্তর: কম্পিউটারে কাজ করার পর যে স্থানে ফাইল সেভ হয় সেই স্থানের নাম ডাইরেক্টরি। ডাইরেক্টরির মধ্যে বিভিন্ন ফাইল ও ডাইরেক্টরি রাখা যায়। উইন্ডোজ প্রোগ্রামে এটিকে ফোল্ডার বলা হয়।
৪৬৭। কী-বোর্ডের কত গুলো কী থাকে?
উত্তর: ১০৪টি বা কখনও কখনও এর চেয়েও বেশি থাকতে পারে।
৪৬৮। সফটওয়্যার কাকে বলে?
উত্তর: সফটওয়্যার কম্পিউটারের ভাষায় Soft শব্দের অর্থ নরম অর্থাৎ হাত দ্বারা ছোঁয়া যায় না, আর Ware শব্দের অথ্য সুক্ষ। কম্পিউটার চালানোর সময় কম্পিউটাকে যে সমস্ত নির্দেশনা প্রদান করা হয়, যাদেরকে ছোঁয়া যায় না, সে সব নির্দেশনার সমষ্টিকে সফটওয়্যার বলে।
৪৬৯।সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি?
উত্তর: সফটওয়্যার সাধারণত দুই প্রকার। যথা: i) সিস্টেম সফটওয়্যার ii) অ্যাপ্লিকেশণ সফটওয়্যার
৪৭০। অ্যাপ্লিকেশণ সফটওয়্যারকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কি কি?
উত্তর: অ্যাপ্লিকেশণ সফটওয়্যারকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে যথা: ১) কাস্টমাইজড সফটওয়্যার, ২) মাল্টিমিডিয়া সফটওয়্যার, ৩) গ্রাফিক্যাল সফটওয়্যার, ৪) ইন্টারনেট বেইসড সফটওয়্যার।
৪৭১। সিস্টেম সফটওয়্যার কি?
উত্তর: যে সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারকে সচল করে উহা পরিচালনায় সাহায্য করে সেই সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার বলে।
৪৭২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি?
উত্তর: যে সফটওয়্যার ব্যবহারকারীর ব্যবহারিক কাজের নিমিত্তে বাণিজ্যিক ভিক্তিতে তৈরি করা হয়, তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে।
৪৭৩। কাষ্টমাইজড সফটওয়্যার কাকে বলে?
উত্তর: এই সফটওয়্যার বিভিন্ন জাতীয় বিনোদনমূলক সফটওয়্যার, যেমন-Game, Fun ইত্যাদি।
৪৭৪। মাল্টিমিডিয়া সফটওয়্যার কাকে বলে?
উত্তর: এই সফটওয়্যারের মাধ্যমে অডিও ও ভিডিও গান শুনতে পাই, তা হল মাল্টিমিডিয়া সফটওয়্যার। যেমন- JetAudio, Superdecoder, Xingplayer, KMPlayer, Windows Media Player ইত্যাদি
৪৭৫। গ্রাফিক্যাল সফটওয়্যার কাকে বলে?
উত্তর: এই সফটওয়্যার Graphics এর কাজ করতে সাহায্য করে, তাকে গ্রাফিক্যাল সফটওয়্যার বলে। যেমন- Adobe Photoshop, Adobe Illustrator
৪৭৬। ইন্টারনেট বেইসড সফটওয়্যার কাকে বলে?
উত্তর: এই সফটওয়্যার এর মাধ্যমে ইন্টারনেটের কাজ করা হয়। তাকে ইন্টারনেট বেসড সফটওয়্যার বলে। যেমন – Mozilla Firefox, Google Chrome, Internet Explorer, UC Browser ইত্যাদি
৪৭৭। ফার্মওয়্যার (Firmware) কাকে বলে?
উত্তর: ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যাকে কম্পিউটার তৈরির সময়ে কম্পিউটারের মেমরিতে রম-এ স্থায়ীভাবে ধারণ করে দেয়া হয়। এ জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটারে এর পর্দায় দেখা যায়। কম্পিউটার ব্যবহারকারি কর্তৃক এ জাতীয় প্রোগ্রামকে কোনরূপ পরিবর্তন বা সংশোধন সুযোগ থাকে না। ক) কম্পিউটার মেমরি প্রদর্শন খ) নির্দেশনাবলি বা ডাটা লোড করে ও গ) প্রোগ্রাম রান করে।
৪৭৮। কম্পিউটারের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখ।
উত্তর: নির্ভুলতা, দ্রুতগতি, সুক্ষতা, যুক্তিসংগত সিদ্ধান্ত, বহুমূখীতা, মেমরি, স্বয়ংক্রিয়তা এবং সহনশীলতা।
৪৭৯। কম্পিউটারের মৌলিক সীমাবদ্ধতা কী ? কম্পিউটারের কি চিন্তা শক্তি আছে?
উত্তর: কম্পিউটার একটি যন্ত্র মাত্র। এর চিন্তা শক্তি নেই, নেই বুদ্ধিমত্তা বা বিচার বিশ্লেষণ এবং বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা।
৪৮০। কে এবং কবে মাইক্রোপ্রসেসর তৈরি করেন?
উত্তর: ড. টেড হফ ১৯৭১ সালে (প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল- ৪০০৪) মাইক্রোপ্রসেসর তৈরি করেন।
৪৮১। আই.বি.এম (ইন্টারন্যাশনাল বিজনেস মেসিন) পিসি তৈরি হয় কবে?
উত্তর: ১৯৮১ সালের ১২ আগস্ট থেকে বের হয় পার্সোনাল কম্পিউটার।
৪৮২। কবে এবং কারা অ্যাপল কোম্পানি প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৯৭৬ সালে স্টিভ জবস ও স্টিফেন উযনিয়াক মিলে অ্যাপল-১ কম্পিউটার তৈরি করেন। এর পরবর্তী বছরই তারা অ্যাপল কম্পিউটার কোম্পানি প্রতিষ্ঠা করেন।
৪৮৩। ইন্টারনেটের জনক কে?
উত্তর: ইন্টারনেটের জনক ভিন্টন জি কার্ফ
৪৮৪। ই-মেইল (ইলেকট্রনিক মেইল) এর প্রবর্তন করেন কে?
উত্তর: ১৯৭১ সালে রে টমলিনসন ই-মেইল এর প্রবর্তন করেন।
৪৮৫। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের প্রতিষ্ঠাতা কারা?
উত্তর: ১৯৯৪ সালে সার্গেই ব্রিন ও ল্যারি পেজ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল প্রতিষ্ঠা করেন।
৪৮৬। জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক- এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক- এর প্রতিষ্ঠা করেন মার্ক জুকারবাগ
৪৮৭। সফ্টওয়্যার কি ও কত প্রকার?
উত্তর: কোন সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক নির্দেশাবলির সমষ্টিকে সফ্টওয়্যার বলে। সফ্টওয়্যার প্রধানত দুই প্রকার: * সিস্টেম সফ্টওয়্যার (যেমন: অপারেটিং সিস্টেম) এবং * অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার (যেমন: মাইক্রোসফ্ট ওয়ার্ড)।
৪৮৮। ফার্মওয়্যার কি ?
উত্তর: কম্পিউটারকে প্রাথমিকভাবে পরিচালনার জন্য রম-এ স্থায়ীভাবে কিছু তথ্য জমা থাকে, এই তথ্যগুলোকে ফার্মওয়্যার বলে।
৪৮৯। অপারেটিং সিস্টেম কী?
উত্তর: কম্পিউটারের নিজের নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম ব্যবহৃত হয় তাকে অপারেটিং সিস্টেম বলে। যেমন- উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা এবং লিনাক্স।
৪৯০। মাল্টিমিডিয়া কাকে বলে?
উত্তর: কোন বিষয়কে উপস্থাপনের জন্য টেক্সট, অ্যানিমেশন, অডিও এবং ভিডিও এর সমন্বিত রূপকে মাল্টিমিডিয়া বলে।
৪৯১। কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?
উত্তর: ডাটা বা রিসোর্স শেয়ার করার উদ্দেশ্যে দুই বা ততোধিক কম্পিউটারের সংযুক্তিকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।
৪৯২। ইন্টারনেট কী?
উত্তর: দুই বা ততোধিক ভিন্ন স্ট্যান্ডার্ড-এর নেটওয়ার্ককে মধ্যবর্তী সিস্টেম (যেমন: গেটওয়ে, রাউটার)-এর মাধ্যমে আন্ত-সংর্যুক্ত করে যে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কের ডিজাইন করা হয়, তাকে ইন্টারনেট বলে।
৪৯৩। ই-মেইল কী?
উত্তর: ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রূপ ই-মেইল। ই-মেইল এর সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে দ্রুতগতিতে তথ্য আদান-প্রদান করা যায়। যেখানে সাধারণ ডাকযোগে চিঠি প্রেরণে কয়েকদিন সময় লাগে; সেখানে ই-মেইল এর সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর যেকোন প্রান্তে তথ্য আদান-প্রদান করা যায়।
৪৯৪। বাংলাদেশে কত সালে এবং কোথায় প্রথম কম্পিউটার ব্যবহৃত হয়?
উ: ১৯৬৪ সালে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রে।
৪৯৫। বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা কবে চালু হয়?
উত্তর: বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয় ১৯৯৬ সালের ৪ জুন।
৪৯৬। কম্পিউটার ভাইরাস কী?
উত্তর: VIRUS এর পূর্ণনাম Vital Information Resource Under Seize । কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের অনিষ্টকারী প্রোগ্রাম। ইহা কম্পিউটারের স্বাভাবিক প্রোগ্রামগুলোর কাজে বিঘœ ঘটায়। ১৯৮৮ সালে ফ্রাইড কোহেন কম্পিউটার ভাইরাস শনাক্ত করেন।
Leave a comment