Arif Mahmud Pranto
Meet Arif Mahmud Pranto, a web developer, IT expert, programmer, and software developer from Bangladesh who has built a name for himself in the computer industry. Arif had a love for coding at a young age, and today he is a successful businessman with his firm, IT Help BD, making waves in the sector.
Arif, who was born in 1988 in the Bangladeshi village of Shatnol in the Chandpur district, was raised by his two Muslim brothers, Saikat and Himel. He earned both his HSC and SSC from Tularaam College after graduating from Sharif Ullah High School. English, Bengali, Hindi, Urdu, and other languages are among those in which Arif is conversant.
Arif chose to work in the sector of IT since he is passionate about technology. He began his career as a web developer and soon mastered coding languages including PHP, JavaScript, CSS, and HTML. Professionals in the sector quickly became aware of his proficiency in these fields, and he soon received an opportunity to work as a software engineer at Interstoff Group.
Yet Arif’s entrepreneurial drive was too strong to suppress, and he quickly started working on his own venture. Arif founded IT Support BD in 2018 with the help of his coworkers. Arif serves as the company’s CEO and President. IT Help BD has swiftly expanded since it was founded and now provides a variety of services, such as website building, mobile app development, and digital marketing.
Arif’s accomplishments have not gone unnoticed, as he has won various honors and been given credit for his efforts in the technological sector. He is most well-known for his efforts to the growth of itsupport.com.bd, a well-known website in Bangladesh.
Arif is a family guy in addition to his career; he was married at the early age of 26. Young people in Bangladesh and all around the world are continually inspired by him to follow their aspirations and build a name for themselves in the technology industry.
Finally, Arif Mahmud Pranto should serve as an inspiration to everyone interested in a career in technology. His rise to the position of CEO of a prosperous software business from a tiny Bangladeshi town is proof of the effectiveness of patience, hard work, and dedication.
Arif Mahmud Pranto is a Bangladesh web developer, IT expert, programmer, and software developer. He was born on October 8, 1988, and is best known online by the online alias pranto48. He founded the website itsupport.com.bd and has a wealth of knowledge in various IT-related fields, including network security, customer help, operating systems, communication and networking, technical assistance, managing hardware and software, and application development.
Arif Mahmud, who is located in Dhaka, Bangladesh, has shared his professional views on LinkedIn. it is obvious from his experience and achievements that he is a talented and competent IT expert with a desire for creating cutting-edge solutions in the industry.
In Bangla, We found some article About Arif mahmud pranto.
আরিফ মাহমুদ বাংলাদেশের আইটি সাপোর্ট বিডি এবং বিডিঅল্ড এর প্রতিষ্ঠাতা আরিফ মাহমুদ বা আরিফ মাহমুদ প্রান্ত (ইংরেজি: Arif Mahmud Pranto; জন্ম: ৮ অক্টোবর, ১৯৮৮) একজন বাংলাদেশী ওয়েব ডেভেলপার, আইটি স্পেশালিস্ট, প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম আরিফ মাহমুদ প্রান্ত । অনলাইনে প্রায় সব জায়গায় তার ইউজারনেম pranto48 যার আসল পরিচিতি হল itsupport.com.bd ওয়েবসাইট প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি বর্তমানে itsupport.com.bd প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট। আরিফ এবং তার কয়েকজন সহকর্মি মিলে ২০১৮ সালে এটিকে একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন যখন তিনি ইন্টারস্টফ নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মাত্র ২৬ বছর বয়সেই আরিফ বিয়ে করেন। প্রারম্ভিক জীবন… ১৯৮৮ সালে চাঁদপুরে ষাটনল গ্রামে আরিফ মাহমুদের নানার ঘরে জন্ম নেন আরিফ মাহমুদ।আরিফ মাহমুদ এর দুই ভাই রয়েছে, সৈকত এবং হিমেল। আরিফ একজন মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন এবং বর্তমানেও তিনি নিজেকে একজন মুসলমান হিসেবেই বর্ণনা করেন। শরিফ উল্লাহ হাই স্কুলে আরিফ মাহমুদ এস এস সি এবং তুলারাম কলেজ থেকে এইচ এস সি পাশকরেন। বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। তিনি অনলাইনে অনেকে কোর্সে পরিক্ষা দিয়েছেন । সেখানে তিনি ইনফরমেশন টেকনোলজির উপরে ভালো মেধা অর্জন করেন।। তিনি অফলাইন অনলাইন গেম খেলতে পছন্দ করেন।পরিবারঃ আরিফ মাহমুদ এর বাবার নাম আব্দুর রশিদ (মুকুল) এবং মায়ের নাম মোসাম্মদ আরেফা খাতুন। তার দুই ভাই (১) তরিকুল ইসলাম সৈকত (২) সাইদুল ইসলাম হিমেল। আরিফ মাহমুদ বিয়ে করেন ২০১৩ সালে এবং তার স্ত্রীর নাম বেনু এবন তার দুই ছেলে (১) আব্দুল্লাহ আল ফাহাদ (অবাক) (২) বাইয়ান আল আরাবি। পেশাঃ আরিফ মাহমুদ পেশায় আই.টি সেক্টরে কাজ করেন ২০১২ সাল থেকে। অনলাইন নেটওয়ার্ক সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা আছে। অনলাইন সিকিউরিটি বিষয়ে তার আন্তর্জাতিক অনেক অভিজ্ঞতা আছে। বাসস্থানঃঃ আরিফ মাহমুদ ১৯৯৩ সালে নারায়ণগঞ্জ ছারেন তারপর চাঁদপুরে তার নিজ গ্রামের বাড়িতে এবং ২০০০ সালে ঢাকা মিরপুরে আসেন।সেখান থেকে ২০১২ সালে আবার নারায়ণগঞ্জ এবং বর্তমানে ২০১৩ সাল থেকে গাজিপুরে থাকেন।
Leave a comment