আমি কিভাবে একটা ডোমেইন হোস্টিং সার্ভার বানাবো ব্যাবসার জন্য আর কত টাকা লাগবে
আমার পিসি আছে।
Pc Configuration :
Processor Ryzen 7 5700g
Ram 16 GB
Mother board Asus Tuf gaming
Power supply 5500w
আমার এই পিসি দিয়ে কি বানাতে পারব সার্ভার নাকি আরো খরচ হবে এক্স্রটা। একটু বিস্তারিত বললে সুবিধা হতো
RafiIT Assistant
আমি কিভাবে একটা ডোমেইন হোস্টিং সার্ভার বানাবো ব্যাবসার জন্য র কত টাকা লাগবে
Share
ডোমেইন হোস্টিং সার্ভার ব্যাবসার জন্য করতে হলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে নিচের চারটি বিষয়ে :
১. একটি এসি চালিত ঠান্ডা রুম
২. সার্বক্ষণিক পাওয়ারের ব্যবস্থা।
৩. ভালোমানের সার্ভার এবং
৪. 24/7 ইন্টারনেট বেবস্থা।
হোস্টিং প্রয়োজন : আপনি একজন উদ্যোক্তা যাঁর জন্য একটি কোম্পানির ওয়েবসাইট থাকা আবশ্যক যেখানে আপনার name server এড্রেস থাকবে এবং রিয়েল আইপি থাকতে হবে যাতে করে ওয়েবসাইট বাহির থেকে একসেস করা যায়।
হোস্টিং একটি কম্পিউটারে এমন একটি স্থান (যাকে একটি সার্ভার রোম বলা হয়) যা কোনো ধরণের বিরতি ছাড়াই কাজ করযে এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে। ওয়েবসাইট গুলো কাজ করার জন্য, এটি ভালো মানের সার্ভার যেমন HP এর জিওন বা ডেলের ৯ বা ১০ জেনারেশনের সার্ভার থাকলে অনেক ভালো পার্ফমেন্স পাবেন। আপনার এই কম্পিউটার/সার্ভারটি সঠিকভাবে কাজ না করলে, আপনার সাইটটি অনুপলব্ধ বা ব্যাকআপ সার্ভার থাকতে হবে।
হোস্টিং ব্যবসার জন্য, আপনার নিঃসন্দেহে জিনিসগুলি জানতে হবে। অন্যথায়, আপনি খুব দ্রুত দেউলিয়া হয়ে যাবেন।
আপনার যদি সার্ভার বা গ্রাহক পরিষেবা নিয়ে খুব বেশি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি রিসেলার পরিষেবা দিয়ে শুরু করে দেখতে পারেন। আপনি সার্ভারের অপারেশন এবং গ্রাহক পরিষেবা আরও ভালভাবে জানতে পারবেন।
এবং অভিজ্ঞতা সংগ্রহের পরে, আপনি একটি হোস্টিং কোম্পানি খুলতে পারেন।
যদি আপনি ভালো ভাবে হোস্টিং ব্যবসা করতে চান তাহলে নিচের বিষয় গুলো অবস্যই মাথায় রাখবেন।
১. 99.9% সাইট আপ-টাইম: আপনার সাইট অবশ্যই সর্বদা আপ থাকতে হবে।
২. প্রিমিয়াম নেটওয়ার্ক গতি প্রদানকারী ।
৩. RAID-10 এবং SSD, SAS15 এর মতো স্টোরেজে হার্ডওয়্যার যা হোস্টিংয়ের জন্য লাগবেই।
৪. ক্রমবর্ধমান অনলাইন আক্রমণ এবং সাধারণ DDoS আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করতে হবে।
৫. সুপার ফাস্ট সাপোর্ট (24X7): কাস্টমারের সমস্যা সমাধান করার জন্য আপনার সাপোর্ট টীম সবসময় থাকা উচিত।
৬. নেটওয়ার্ক নিরাপত্তার একাধিক স্তর সহ একাদিক আপলিংক নেটওয়ার্ক থাকতে হবে।৭. WHMCS API কানেক্ট করে এমন ওয়েব এডমিন বেবহার করতে হবে।
৮. আপনার হোস্টিং প্রদানকারী হিসেবে ট্রেডলাইসেন্স করতে হবে যা অবশ্যই সরকার-নিবন্ধিত হতে হবে এবং ভালো ব্যাকআপ প্ল্যান থাকতে হবে।
৯. WHMCS বিলিং এবং হোয়াইট লেবেল রিসেলার হোস্টিং এবং কাস্টমার বিলিং সিস্টেম থাকতে হবে।
১০. বিনামূল্যে SSL সার্টিফিকেট এবং ModSecurity এবং MagicSpam Pro দ্বারা সুরক্ষা প্রদান করা যায় এমন বেবস্থা থাকা উচিত।
আপনি যদি পার্সোনাল ওয়েব সার্ভার ব্যবহার করতে চান তাহলে নিচে দেয়া লিংকের বিবরণ দেখে করতে পারেন।
How to create your own hosting server for free. I will show you How to create your own hosting server for free. You can easily create your old laptop or – https://www.itsupport.com.bd/question/how-to-create-a-free-web-server-with-cpanel/#comment-143
আপনার কম্পিউটারে যে বিবরণ দিলেন, তাথেকে আপনি নিজের পার্সোনাল সার্ভার করতে পারবেন কোনো প্রব্লেম হবেনা।