How to Increase Wifi Speed?
ওয়াইফাইয়ের গতি বাড়ানোর উপায় কি?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our ITSupportBD questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other IT people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ইন্টারনেটের পিছনে আপনি যত টাকা খরচ করেছেন সেই অনুপাতে নেটে গতি পাচ্ছেন না?
অনেককেই এমন অভিযোগ করতে শোনা যায়৷ এমনকী ওয়াই-ফাই সংযোগে ইন্টারনেট করতে চাইলেও নাকি একই অবস্থা৷ ইন্টারনেট স্পিড নেই৷ তবে এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি মিলতে পারে৷ কোনও টাকা খরচ না করেই৷
চলুন আজই আমরা জেনে নিই….
ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর কয়েকটি সহজ উপায়:
১. রাউটারের লোকেশন পরিবর্তন:
ওয়াই-ফাই সংযোগের গতি বাড়ানোর সহজ উপায় হল রাউটারের অবস্থান পরিবর্তন বা অবস্থানের মাঝে সমন্বয় রক্ষা করা৷ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, রাউটার বাড়ির ভিতরে আসা ইন্টারনেট তারের খুব কাছাকাছি রাখা হয়৷ যা উচিত নয়৷ পাশাপাশি বেশিরভাগ রাউটারের অ্যান্টেনার অবস্থান ঠিক করে রাখা হয় না৷ ফলে অ্যান্টেনার থেকে সব দিকে সংকেত পাঠানো ও রিসিভ করা সম্ভব হয় না৷ তাই রাউটারকে এমন স্থানে রাখা উচিত যেখান থেকে রাউটার সবদিকে সংকেত পাঠাতে পারে বা সংকেত রিসিভ করতে পারে৷
২. ওয়্যারলেস রাউটারের সামনে একটি উন্নত অ্যান্টেনা যোগ করা:
কখনও কখনও রাউটারের অবস্থান পরিবর্তন করে ইন্টারনেটের গতি উন্নত বাড়ানো সম্ভব হয় না৷ এই ক্ষেত্রে কর্মক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টেনা পরিবর্তন করা যেতে পারে৷ যদি একটি রাউটারের চারপাশে অনেক দেওয়াল বা অনেক বাধা থাকে তবে সেক্ষেত্রে একটি এক্সটারনাল অ্যান্টেনা রাউটারের সামনে বা সঠিকভাবে ব্যবহার করে রাউটারের কার্যক্ষমতা বাড়ানো যেতে পারে৷ রাউটারের কার্যক্ষমতা বাড়লে তবেই বাড়বে ইন্টারনেটের স্পিড৷
৩. একটি ওয়্যারলেস রিপিটার যোগ করা:
রাউটারে নেটওয়ার্কের পরিসীমা বাড়াতে একটি ওয়্যারলেস রিপিটারের সাহায্য নিতে পারেন ব্যবহারকারী৷ এই রিপিটার রাউটার ও সংযুক্ত ডিভাইসের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করবে৷ বাজারে এমন অনেক ভালো ভালো রিপিটার পেয়ে যাবেন কম দামে৷
৪. কম ডিভাইসে ওয়াইফাই ব্যবহার করুন:
ওয়াইফাই কানেকশনের ডিভাইস সংখ্যা সীমিত আকারে দিন। বাড়িতে কোনো অনুষ্ঠান কিংবা পার্টি আছে। সেই সময় বন্ধু-বান্ধব, আত্মীয়- স্বজন সকলেই আসছেন। আর ঘরে থাকা সকল ডিভাইস কিংবা আত্মীয়-স্বজন ও বন্ধু-বন্ধুদের ডিভাইস গুলোতে সংযোগ দিলে ইন্টারনেট স্পীড ধীরগতির হবে। মনে রাখবেন এক সাথে বেশি ডিভাইসের সাথে সংযোগ দিলে ওয়াইফাই স্পীড অত্যন্ত কমে যাবে।
৫. ব্যাকগ্রাউন্ডের ডেটা ডাউনলোড বন্ধ করতে হবে:
একটি ইন্টারনেট নেটওয়ার্কের গতি অনেক সময় ব্যাকগ্রাউন্ডে চলা একাধিক কাজের জন্য স্লো হতে পারে৷ ব্যবহারকারী কম্পিউটার, ট্যাবলেট, বা ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি একাধিক ট্যাব একসঙ্গে চলতে থাকে তবে ইন্টারনেটের গতি কমতে বাধ্য৷ তাই ইন্টারনেটের গতি বাড়াতে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বা ট্যাব বন্ধ করলে ইন্টারনেটের স্পিড বাড়বে৷
৬. রাউটার হার্ডওয়ার আপগ্রেড করে দেখুন:
আউটডেটেড হার্ডওয়ারের কারনেও কিন্ত ইন্টারনেট স্পিড ধীরগতির হয়ে যায়। তাই অবশ্যই অবশ্যই আপগ্রেডেড মডেলের ওয়াইফাই রাউটার ব্যাবহার করার চেষ্টা করুন। পুরাতন রাউটারে ইন্টারনেটে স্পীড ধীর গতির হতে পারে। এছাড়াও অনেক সময় ওয়াইফাইয়ের স্পীড কম হওয়ার কারণ হতে পারে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের দেয়া ওয়াইফাই রাউটারের কারণে। বর্তমান সময়ে বাজারে থাকা সর্বাধুনিক টেকনোলজির রাউটার গুলো ব্যাবহার করে দ্রুতগতির ওয়াইফাই কানেকশন পাওয়া সম্ভব।
৭. চোখের উচ্চতায় রাউটার রাখুন :
মাটি থেকে ৫ ফুট উচ্চতায় ওয়াইফাই রাউটারটি স্থাপন করলে সিগন্যাল সবথেকে ভালো হয়। মোটামোটি আপনার চোখের উচ্চতায় রাউটারটি স্থাপন করুন। সিগন্যালে ব্যাঘাত ঘটাতে পারে এমন কোন ডিভাইসের সাথে ওয়াইফাই রাউটারটি রাখবেন না। যেমনঃ মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোনের বেস, প্রিন্টার, অন্য কোনো রাউটার ইত্যাদি।
৮. ফ্রিকুয়েন্সি দেখে রাউটার কিনুন :
বেশিরভাগ ওয়াইফাই রাউটার 2.4GHz ও 5GHz ফ্রিকুয়েন্সি ব্যান্ডে চলে। ৫ গিগাহার্জের ফ্রিকুয়েন্সি ব্যান্ডের রিচ কম হলেও সংযোগের বাধা কম হয়। তবে হ্যাঁ ২.৪ গিগাহার্জের সংযোগের বাধা বেশি হয়। তাই যদি আপনি ওয়াইফাইয়ের গতি বাড়িয়ে নিতে চান তাহলে ৫ গিগাহার্জের ওয়াইফাই রাউটার ব্যাবহারের করার চেষ্টা করুন। এতে করে আপনার ইন্টারনেটের স্পিড যেমন বৃদ্ধি পাবে এবং কানেকশন বাধা কম হবে। মনে রাখা ভালো স্বল্প দূরত্বে 5GHz রাউটার বেশি কার্যকর। দূরত্ব কম হলেও স্পীড বেশি পাওয়া যায় এই কম্পাঙ্কে। একটি প্রতিবেদনে জানা যায়, ওয়াইফাই সিগন্যালের জন্য সবথেকে বড় বাধাগুলোর মাঝে অন্যতম বাধা হচ্ছে পানি এবং জানালা। আশপাশে পানির পাইপ থাকলে সেটা স্লো করে দিতে পারে ওয়াইফাইয়ের স্পীড।