কম্পিউটারের শ্রেণি বিভাগ কত প্রকার?
Share
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our ITSupportBD questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other IT people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
কম্পিউটারের শ্রেণি বিভাগ
কাজের ধরণ ও প্রকৃতির উপর ভিত্তি করে কম্পিউটার প্রথমত ৩ প্রকার।
যথা:
(১) Analog Computer
(২) Digital Computer
(৩) Hybrid Computer
আকার ও ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটার আবার ৪ প্রকার। যথা:
(১) Super Computer
(২) Mainframe Computer
(৩) Micro Computer
(৪) Mini Computer
মানুষের ব্যবহারিক সুবিধার কথা বিবেচনা করে মাইক্রো কম্পিউটারকে ৪ ভাগে ভাগ করা হয়।
(১) Desktop Computer
(২) Laptop Computer
(৩) Notebook Computer
(৪) Palmtop Computer
কম্পিউটারের উপাদান সমূহ:
কম্পিউটারের প্রধান উপাদান ২টি।
যথা:
(১) Hardware
(২) Software
Hardware
কম্পিউটারের যে সকল যন্ত্রাংশ ধরা, ছোঁয়া এবং স্পর্শ করা যায় তাদেরকে Hardware বলা হয়। কিছু Hardware এর নামের তালিকা দেয়া হল।
যেমন:
(১) মাউস
(২) কীবোর্ড
(৩) পিন্টার
(৪) মনিটর
(৫) সিপিইউ
(৬) মাদারবোর্ড
(৭) হার্ড ডিক্স
(৮) প্রসেসর ইত্যাদি।
Software
কম্পিউটারে ব্যবহৃত সকল প্রকার প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টিকে Software বলে। যা কম্পিউটারকে কার্যউপযোগী করার জন্য এবং কম্পিউটার দ্বারা কোন সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: মানুষের শরীরটা হচ্ছে Hardware আর প্রাণটা হচ্ছে Software। মানুষের প্রাণ না থাকলে যেমন শরীরের কোন কাজ নেই ঠিক তেমনি ভাবে Software ছাড়া Hardware এর কোন কাজ নেই।
Software এর প্রকারভেদ:
Software প্রধানত দুই প্রকার।
যথা:
(১) Operating/System Software
(২) Application Software.
(১) Operating/System Software
কম্পিউটারের হার্ডওয়্যারের কার্যক্ষমতা ব্যবহারের জন্য প্রয়োজনীয় নির্দেশ সম্বলিত প্রোগ্রাম সমূহকে Operating/System Software বলে। অপারেটিং সিস্টেম সমূহ সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত। Windows 7, Windows 10, Windows 11, Linux, Android ইত্যাদি Operating/System Software এর উদাহরণ।
(২) Application Software
কম্পিউটার দ্বারা বিভিন্ন কার্যসম্পাদনের জন্য ব্যবহৃত প্রোগ্রাম সমূহকে Application Software বলে। Microsoft Office, Photoshop, Google Chrome ইত্যাদি Application Software এর উদাহরণ।