pixel কি?
পিক্সেল বলতে কি বুঝায়?
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
পিক্সেল হচ্ছে ডিজিটাল ইমেজ বা ছবির অংশ।
পিক্সেল হল একটি ইমেজের ক্ষুদ্রতম অংশ। অনেকগুলো পিক্সেল মাইল একটি ছবিতে রূপান্তরিত হয়। একটি বর্গাকৃতির পিক্সেলকে খালি চোখে দেখা যায় না।
পিক্সেল শুধু যে ইমেজ গঠনের কাজ করে তা নয়। এক একটি পিক্সেলকে ধরে রাখতে হয় এক একটি বাইনারি ডাটা। সহজভাবে বলতে গেলে; ইমেজ যদি একটি রঙিন দেয়াল হয়, তাহলে এক একটি ইট এক একটি পিক্সেল।
মনে করুন, একটি ডিজিটাল ইমেজের দৈর্ঘ্যে ৩ হাজার পিক্সেল আর প্রস্থে ২ হাজার পিক্সেল। সুতরাং পুরো ইমেজের আয়তন দাঁড়ায়
৩ হাজার গুণ ২ হাজার = ৬০ লক্ষ পিক্সেল;
এটি হবে ৬ মেগাপিক্সেল এর ছবি।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১০ লক্ষ পিক্সেল = ১ মেগাপিক্সেল।
এই মেগাপিক্সেল-ই হচ্ছে ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক।
তবে মেগা পিক্সেল কিন্তু ক্যামেরার বা ক্যামেরার লেন্সের কোন বিশেষ ক্ষমতা না। বরং ক্যামেরা দিয়ে ছবি তোলার পর তোলা সেই ছবিটা কত পিক্সেল বিশিষ্ট হবে তার পরিমাপ।
সাধারনত বলা হয়ে থাকে যে স্থির দৃষ্টিতে একটি স্থিরচিত্র হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেলের ছবি গ্রহন করতে পারে। তবে চলমান ছবি বা ভিডিও হিসেবে মানুষের চোখ ৭৭৭.৬গিগাপিক্সেল/সেকেন্ড পর্যন্ত চিত্রগ্রহন করতে সক্ষম। অবশ্য একেকজনের দৃষ্টিশক্তি অনুযায়ী এই সামর্থ্যের তারতম্য দেখা যায়। পিক্সেল সম্পর্কে আরো জানতে আমাদের ব্লগে প্রশ্ন করতে পারেন। আমরা আছি সবসময় আপনাদের পাশেই।